বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

দেশে মৌসুমি বায়ু বিদায়ের পথে। তবে এর মধ্যেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দুই বিভাগের কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৯৬ ঘণ্টায়ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: আর কতদিন বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
রবিবার সকাল ৯টা থেকে প্রকাশিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ৭২ ঘণ্টার মধ্যে পুরোপুরি বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
বিজ্ঞাপন
এ সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এরপর বৃহস্পতিবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।
আরও পড়ুন: বজ্র-বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ
বিজ্ঞাপন
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে দেশের আবহাওয়ার ধরনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
অধিদপ্তরের মতে, মৌসুমি বায়ুর বিদায়ের সঙ্গে সঙ্গে দেশের আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক মৌসুমে প্রবেশ করবে, যা শীতের আগমনের ইঙ্গিত বহন করছে।