ঢাকায় শীতের আগমন কবে, জানালেন আবহাওয়াবিদ

ঢাকায় এবার শীতের প্রকোপ ডিসেম্বরের প্রথমার্ধে শুরু হবে, জানালেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক। গত বছর নভেম্বরেও সারাদেশে হাড়কাঁপানো শীত অনুভূত হলেও ঢাকায় তা দেখা যায়নি।
বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারিতে শীতের প্রভাব শুরু হবে। এরপর ধীরে ধীরে দেশের অন্যান্য অঞ্চলেও শীত প্রসারিত হবে।
সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
বিজ্ঞাপন
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘস্থায়ী ও তীব্র হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮–১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস
শীতের সঙ্গে সঙ্গে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সকালবেলা ঘন কুয়াশা ও হালকা শিশির পড়া স্বাভাবিক হয়ে উঠবে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের আবহাওয়া সবজি ও আমন ধানের জন্য সহায়ক হতে পারে।








