Logo

দেশজুড়ে কাঁপুনি ধরাতে আসছে একের পর এক শৈত্যপ্রবাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৬:৩৮
29Shares
দেশজুড়ে কাঁপুনি ধরাতে আসছে একের পর এক শৈত্যপ্রবাহ
ছবি: সংগৃহীত

শীত এখনো পুরোপুরি নামেনি, অথচ এর আগেই ভয়াবহ শৈত্যপ্রবাহের আশঙ্কা জানালো আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে তিনটি হতে পারে তীব্র ধরনের, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঠান্ডা আনবে।

বিজ্ঞাপন

রবিবার রাতে প্রকাশিত মৌসুমি পূর্বাভাসে জানানো হয়, এবারের শীত মৌসুম দীর্ঘায়িত হতে পারে এবং স্বাভাবিকের তুলনায় বেশি শীত পড়বে। সেই সঙ্গে বাড়বে ঘন কুয়াশা, অনিয়মিত বৃষ্টিপাত ও তাপমাত্রার অস্থিরতা। এসবের প্রভাব পড়বে বিশেষ করে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে।

আবহাওয়াবিদ মমিনুল ইসলাম জানান, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, মৌসুমজুড়ে চার থেকে সাতটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যেখানে তাপমাত্রা নেমে আসবে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর মধ্যে উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এসব অঞ্চলে থার্মোমিটারের পারদ নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা গত কয়েক বছরের তুলনায় বেশি ঠান্ডা বলে ধরা হচ্ছে।

নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে। এ সময় সাগরে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে, যার একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই মাস থেকেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাবে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানায়, এবারের শীতে হিমালয় সংলগ্ন ও উত্তরাঞ্চলীয় এলাকায় শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সময়টি হতে পারে পুরো মৌসুমের সবচেয়ে ঠান্ডা সময়।

আবহাওয়াবিদদের মতে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নওগাঁ, নাটোর ও রাজশাহীসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এবার শীতের দাপট সবচেয়ে বেশি অনুভূত হবে।

তারা বলছেন, এবার দেশের জনগণকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তীব্র ও দীর্ঘ শীতের জন্য প্রস্তুত থাকতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

দেশজুড়ে কাঁপুনি ধরাতে আসছে একের পর এক শৈত্যপ্রবাহ