আগামী তিনদিন দেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

আগামী তিন দিন দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভোরের দিকে দেশের কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৯ নভেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (১০ নভেম্বর) থেকে বুধবার (১২ নভেম্বর) পর্যন্ত দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও প্রধানত শুষ্ক থাকবে।
এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বিশেষত বুধবার তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে পরবর্তী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।








