সারাদেশে রাতের তাপমাত্রা কমবে ২ ডিগ্রি সেলসিয়াস

সারা দেশে আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
বিজ্ঞাপন
পরবর্তী ২৪ ঘণ্টায় (১২ নভেম্বর সকাল ৯টা থেকে ১৩ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত) একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে ঢাকায় ইতোমধ্যে হালকা শীতের আভাস পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীর তাপমাত্রা ছিল ২১ ডিগ্রির ঘরে। অন্যদিকে উত্তরাঞ্চলের পঞ্চগড়ে শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে; সেখানে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন: নভেম্বরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
বিজ্ঞাপন
আবহাওয়ার সম্প্রসারিত পূর্বাভাসে বলা হয়েছে,
বৃহস্পতিবার (১৩ নভেম্বর): সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (১৪ নভেম্বর): রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞাপন
শনিবার (১৫ নভেম্বর): সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।








