Logo

শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৫, ১৯:৫৮
54Shares
শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বেশিরভাগ জেলার আকাশ আজ রাত থেকে মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া শৈত্যপ্রবাহ শুরু হওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে এক ফেসবুকে পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।

পোস্টে বলা হয়, আজ রবিবার থেকে দেশব্যাপী ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ শুরুর আশংকা করা যাচ্ছে। আজ সন্ধ্যার পর থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে বাংলাদেশের বেশিভাগ জেলা আকাশ মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। 

বিজ্ঞাপন

বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে আগামীকাল সকাল ১০টার পূর্বে সূর্য আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে দুপুর ২টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা করা যাচ্ছে। 

আশংকা করা যাচ্ছে আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম শুরু হওয়ার। অনেক জেলায় সকাল ৬ টার সময় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।

রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারি মানের কুয়াশা অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে-

বিজ্ঞাপন

রংপুর, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী ঘনত্বের কুয়াশা পড়তে পারে।

ময়মনসিংহ বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের  কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, লক্ষ্মীপুরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়তে পারে।

বিজ্ঞাপন

এ ছাড়া  সিলেট ও বরিশাল বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার আভাস রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD