Logo

হিম বাতাসে কাঁপছে কুড়িগ্রাম, ঘন কুয়াশায় স্থবির জনজীবন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩
11Shares
হিম বাতাসে কাঁপছে কুড়িগ্রাম, ঘন কুয়াশায় স্থবির জনজীবন
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসে গত পাঁচ দিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র শীতের কবল থেকে রক্ষা পেতে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ খড়কুটো ও কাঠ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের কারণে সকালবেলা মানুষের স্বাভাবিক চলাচল কমে গেছে, ফলে দিনমজুর ও রিকশাচালকদের আয়-রোজগারও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রিকশাচালক আলম মিয়া (৫০) বলেন, “কয়েক দিন থেইকা খুব ঠান্ডা পড়ছে। ঘর থেইকা বাইর হইতে মন চায় না। কিন্তু বের না হইলে ঘরে খাওন দেওয়ার কিছু থাকে না। সকাল থেইকা বাইর হইছি, এখনো একটাও ভাড়া পাই নাই। রাস্তায় মানুষই নাই, ভাড়া হইব কেমনে। বাজারের খরচ নিয়া না গেলে ছাওয়াপোয়া না খাইয়া থাকব।”

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, আজ মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD