Logo

আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৫:৪২
আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলসহ তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং সারা দেশে দিনের তুলনায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে। এই অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বেশিরভাগ এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস সতর্ক করেছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা পথচলা ও যান চলাচলে কিছুটা অসুবিধা সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের সঙ্গে সঙ্গে দক্ষিণাঞ্চলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তাই সাধারণ মানুষ এবং কৃষকদের স্বাস্থ্য ও দেহের উষ্ণতা বজায় রাখার পাশাপাশি শীতজনিত ঝুঁকি মোকাবেলায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD