Logo

ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২২, ১৫:৫৮
44Shares
ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত

,দমকাল বাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রাকটি খাদ থেকে টেনে তোলে। এর আগেই স্থানীয়রা আহত ৩ জনকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন। মঙ্গলবার (১৩ ডিসেম্বার) বিকাল ৩টার দিকে বাইপাস সড়কের দক্ষিণ দেবনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- সদর উপজেলা নলকুড়া গ্রামের আবুল কালামের ছেলে ভাটা শ্রমিক ফয়সাল আহমেদ (২৮) ও পাথুরাম্পুর গ্রামের মুজিবর সরদারের ছেলে স্কুলছাত্র সজীব। আহতরা হলেন, সদর উপজেলার লাবসা গ্রামের হযরত আলী ও আব্দুস সবুর।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেন  সাতক্ষীরা সদর থানার এসআই দেবকুমার। তিনি জানান,দমকাল বাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রাকটি খাদ থেকে টেনে তোলে। এর আগেই স্থানীয়রা আহত ৩ জনকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে পাঠায়। সেখানেই নিকাল ৳টার দিকে সজীবের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দেবকুমার বলেন, ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। চালক পালিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেব/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD