Logo

জয়পুরহাটে ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
১২ মার্চ, ২০২৩, ১৩:০২
11Shares
জয়পুরহাটে ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই, নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়

বিজ্ঞাপন

বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি চাল-ডাল-তেল- কৃষি উপকরণ- শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  জয়পুরহাট জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ মার্চ) ঘন্টাব্যাপী  জেলা বিএনপির  দলীয় কার্যালয়ের সামনে থেকে চিনিকল সড়ক পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

মানববন্ধন কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান এর সঞ্চালনায় ও সিনিয়র যুগ্ম আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)  এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

বিজ্ঞাপন

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদর থানা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবীর, শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান, কালাই থানা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম,আক্কেলপুর থানার যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী বাদশা, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল,  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল,ক্ষেতলাল থানা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান,পৌর বিএনপির সভাপতি প্রভাষক আবদুল আলিম, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি রুলি চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা আক্তার রুপালী, সদর থানা মহিলা দলের সভাপতি  রেহেনা আক্তার,সাধারণ সম্পাদক রুবি আক্তারসহ বিএনপি, যুবদল,কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্র দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মানববন্ধন চালাকালে  বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ( রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, আওয়ামী লীগ আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই, নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায়। অবৈধ এই সরকারের সীমাহীন দুর্নীতি, অর্থ লুট, মানিলন্ডারিয়ের কারণে দেশের মানুষ তাদের নিত্যপণ্যে ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD