Logo

ফুলবাড়িয়ায় কলেজে শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

profile picture
জনবাণী ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৩, ০১:০৯
36Shares
ফুলবাড়িয়ায় কলেজে শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন
ছবি: সংগৃহীত

ফুলবাড়িয়া কলেজ ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপ উদ্বোধন করেন অধ্যক্ষ আমজাদ হোসেন ভারপ্রাপ্ত।

বিজ্ঞাপন

ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে ফুলবাড়িয়া কলেজ ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপ উদ্বোধন করেন অধ্যক্ষ আমজাদ হোসেন ভারপ্রাপ্ত।

বিজ্ঞাপন

কলেজ গভর্ণিং বডির সভাপতি ও বাংলাদেশ কাস্টমস এর শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও ডা. মোঃ সেলিম রেজার পৃষ্ঠপোষকতায় কলেজ ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন হিতোষী সদস্য মোঃ গোলাম মোস্তফা, গভর্নিং বডি সদস্য চান্দালি সরকার,ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম নয়ন, মোঃ শফিকুল ইসলাম তোতা, প্রভাষক ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, নাজমুল হক,ক্রীড়া শিক্ষক মজিবর রহমান,মাসরুফা মিমি,আব্দুর রউফ আকন্দ,মোঃ শফিকুল ইসলাম,আফতাব উদ্দিন প্রমুখ।

শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনে প্রতিপাদ্য হলো আমরা রক্তের বাঁচবে প্রান,সেচ্ছায় করি রক্তদান। 

বিজ্ঞাপন

স্বেচ্ছায় রক্তের গ্রুপ দিতে আসা একাধিক শিক্ষার্থী বলেন, মানবতাবোধ থেকে রক্ত দিতে এসেছি। মুমূর্ষু মানুষের উপকারে রক্ত দিতে পেরে আমি আনন্দিত। যেহেতু রক্ত দিলে কোনো ক্ষতি হয় না তাই সবার উচিত এ ধরনের কর্মকাণ্ডে এগিয়ে আসা।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD