Logo

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সাগর উত্তাল

profile picture
জনবাণী ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৩, ০২:৪৯
24Shares
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সাগর উত্তাল
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র সম্ভাব্য বিপদ এড়াতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে থাকা পর্যটকদের মাইকিং করে নিরাপদে থাকার আহ্বান

বিজ্ঞাপন

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ফেরিঘাটে সদ্য আশ্রয় নেওয়া ৩০ টি বেদে পরিবারকে নিরাপদ আশ্রয় দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  তিনি জানান। বেড়িবাঁধের বাহিরে থাকা ৩০ টি বেদে পরিবার আস্থায়ী ভাবে থাকলে গতকাল থেকে ঘূর্ণিঝড় মিধিলীর প্রভাব পড়তে শুরু করে কলাপাড়া উপজেলায় জলোচ্ছ্বাস বৃষ্টি পাওয়া আশঙ্কায় তাদেরকে সরিয়ে বেরিবাঁধের উপরের দোকানে আশ্রয় দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৭ নভেম্বর) এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র সম্ভাব্য বিপদ এড়াতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে থাকা পর্যটকদের মাইকিং করে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন । সবকিছু উপেক্ষা করে ছুটির দিনে আগত পর্যটকরা মেতেছেন আনন্দ উল্লাসে  সৈকতে। বৃহস্পতিবার থেকেই মুষলধারে বৃষ্টির মধ্যে অনেক পর্যটক সৈকতে এসেছেন। মিধিলি'র প্রভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আমন চাষীরা। 

বিজ্ঞাপন

বরিশাল থেকে ঘুরতে আসা রাফি জানান, অনেকদিনের প্লান ছিলো কাজ সময় অবরোধ হরতাল এতগুলো সমস্যা মোকাবেলা করে আসা হয়না। সব কিছু উপেক্ষা করে যখন চলে আসলাম তখনই ঘূর্ণিঝড় কি করবো উত্তাল সৈকতে ভালোই লাগছে। 

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ থেকে সুমি আরফিন দম্পতি জানান, অনেকদিন ধরে কুয়াকাটা আসার প্লান এবারে এসেই পড়লাম হোটেল মোটেল গুলো একদম ফাঁকা পর্যটক কম ভালো লাগছিলো না। তবে হঠাৎ সাগর উত্তাল হওয়ায় আলাদা একটা অনুভূতি হচ্ছে আসলে আমি ছোট বেলা থেকে কখনও এমন কাছ থেকে সমুদ্র দেখিনি একটু ভয় ভয় করছে তবুও ভালো লাগছে। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইতোমধ্যে আমরা প্রতিটি ইউনিয়নকে নিরাপদ রাখতে চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লিডারদের সঙ্গে বৈঠক করেছি। ১৭৫টি সাইক্লোন শেল্টার, ১৯টি মুজিব কেল্লা এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছি।

বিজ্ঞাপন

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।  

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি.-এর মধ্যে বাতাসের ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD