Logo

পাবনা র‍্যাবের অভিযানে পণ্য পরিবহনের ৬ চাঁদাবাজ গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৬:৪১
118Shares
পাবনা র‍্যাবের অভিযানে পণ্য পরিবহনের ৬ চাঁদাবাজ গ্রেফতার
ছবি: সংগৃহীত

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পাবনা সড়ক ও মহাসড়কে সবজিসহ অন্যান্য পণ্যবাহী ট্রাক হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ৬ জন চাঁদাবাজকে জেলার বিভিন্ন স্থান হতে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এসময় চাঁদাবাজির টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ৬টায়  এ বিষয়ে পাবনা র‍্যাব কার্যালয় প্রেস কনফারেন্স করেন র‍্যাব ১২ কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান,  র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা এর আভিযানিক দল পাবনা জেলার আটঘরিয়া ও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পাবনা জেলা বাস টার্মিনাল এবং আটঘরিয়া বাজারস্থ আটঘরিয়া এলএসডি খাদ্য গোডাউনের সামনে টেবুনিয়া থেকে চাটমহর গামী পাকা রাস্তার উপর হইতে সংঘবদ্ধ পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য মো. সুমন মিয়া,  মো. জালাল মোল্লা, রাকিবুল হাসান রাব্বি, মো. খোকন মিয়া, মো. সোহেল রানা, মো. শাকিলকে গ্রেফতার করা হয়। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, উদ্ধার করা হয় চাঁদা আদায়ের নগদ ৪,৪৩০/-টাকা, ০৪ টি মোবাইল এবং ০৬টি চাঁদা আদায়ের রশিদ বই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত চাঁদাবাজির সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD