Logo

সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতীকী লাশের মিছিল

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:১২
65Shares
সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতীকী লাশের মিছিল
ছবি: সংগৃহীত

সীমান্তে ২১ জন বাংলাদেশী বি এস এফ এর গুলিতে নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সীমান্তে হত্যা ও বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতীকী লাশের মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হানিফ বাংলাদেশির নেতৃত্বে প্রতীকী লাশের মিছিলটি কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি এক মানববন্ধন কর্মসূচী পালন করে।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় হানিফ বাংলাদেশী বলেন, বাংলাদেশের প্রতিবেশি দুইটা দেশ ভারত ও মিয়ানমার সব সময় বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ভারত সব সময় সীমান্তে নিরিহ মানুষকে পাখির মত গুলি করে হত্যা করছে, কিছুদিন আগে বাংলাদেশের একজন বিজিবি  সদস্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছে, গত ৪ মাসে ভারত সীমান্তে ২১ জন বাংলাদেশী বি এস এফ এর গুলিতে নিহত হয়েছে।

বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসেবে ২০১০ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১২শ ৭৬ জন বাংলাদেশীকে বি এস এফ হত্যা করেছে এবং আহত হয়েছে ১১৮৩ জন।  আরেক প্রতিবেশি দেশ মিয়ানমার তাদের ১২ লাখ রহিঙ্গাকে অত্যাচার করে বাংলাদেশে পাঠিয়েছে। গত ৫ফেব্রুয়ারী মিয়ানমারের আভ্যন্তরিন যুদ্ধে বাংলাদেশে নিক্ষিপ্ত মর্টারসেলের আঘাতে দুজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। সীমান্ত আগ্রসনের বিরুদ্ধে ২০২০ সালেও আমরা প্রতিকী লাশ কাঁধে নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রাম ফেলানীদের বাড়ী পর্যন্ত পদযাত্রা করেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০ লক্ষ শহিদের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের মানুষ কখনও কোন দেশের আগ্রাসন, দাদাগিরি মেনে নেয়নি নেবেওনা। বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়ে বিশ্বের দরবারে মাথা উচ্ছু করে বাঁচতে চায়।

হানিফ বাংলাদেশীর নেতৃত্বে লাশের মিছিলের এ কর্মসূচিতে আছেন এন ইউ আহম্মেদ, সৌরভ বেলালসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

       

উল্লেখ্য, কক্সবাজারের টেকনাফ থেকে শুরু হওয়া প্রতীকি এই লাশের মিছিলটি বাংলাদেশের যে জেলা গুলি ভারত ও মিয়ানমার সীমান্ত ঘেঁষা, সে জেলা গুলি সফর করে যশোরের বেনাপলে গিয়ে শেষ হবে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD