Logo

শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শিক্ষকদের ক্লাস বর্জন

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৪, ২৪:০০
77Shares
শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শিক্ষকদের ক্লাস বর্জন
ছবি: সংগৃহীত

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সমিতির ক্লাস বর্জন

বিজ্ঞাপন

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সম্মানিত শিক্ষিকা সাথে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদ হাসান মামুন অসৌজন্যমূলক আচরণের এর প্রতিবাদে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সমিতির ক্লাস বর্জন ও এর  বিচার চেয়ে  অবস্থান কর্মসূচি পালন করেন। 

মঙ্গলবার (৯ জুলাই)   দুপুর ১২ পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রশাসনিক ভবনের সামনে  অবস্থান কর্মসূচি পালন করেন। 

বিজ্ঞাপন

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সমিতির সভাপতি  ড. ইঞ্জিনিয়ার ফরহাদ ইবনে আল ইমাম সভাপতিত্বে  সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ মাহমুদ সঞ্চালনায় ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন। 

বিজ্ঞাপন

এ সময় পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সকল শিক্ষক -শিক্ষিকা  সময় উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ার মাহমুদা আক্তার বলেন, পরীক্ষা  চলাকালীন আমার ক্লাস রুমে কলেজ ছাত্রলীগের সভাপতি  জাহিদ হাসান মামুন প্রবেশ করে এ সময় আমি তাকে ক্লাস রুম থেকে বের হতে বললে সে আমার সঙ্গে অসৌজন্যমূলক  আচরণ করেন। এর প্রতিবাদে আমরা সকল পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষিকা ক্লাস বর্জন অবস্থান কর্মসূচি পালন করছি এবং এর বিচার চায়। 

বিজ্ঞাপন

এ বিষয়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. সোলাইমান বলেন, এ বিষয় নিয়ে আমি শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। আমি এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি তাদের বলেছি ৫ দিনের মধ্যে রিপোর্টটি সাবমিট করার জন্য রিপোর্ট অনুযায়ী আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD