Logo

জুড়ীতে ভারতীয় সীমান্ত থেকে দুই বাংলাদশী আটক

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৪, ০৬:৫৫
68Shares
জুড়ীতে ভারতীয় সীমান্ত থেকে দুই বাংলাদশী আটক
ছবি: সংগৃহীত

পরে চেয়ারম্যান সেখানে গিয়ে তাদের আটক করেন

বিজ্ঞাপন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা সীমান্ত থেকে দুই বাংলাদেশীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সীমান্ত এলাকায় অপরিচিত দুই যুবককে দেখে স্থানীয়রা গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান সেখানে গিয়ে তাদের আটক করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃতরা হল রাজশাহীর গোদাবাড়ির আনছার আলীর ছেলে সারোয়ার (৩১) মো. আব্দুল ওয়াদুদের ছেলে মো. আবু সাইদ (২৪)।

জানা যায়, গত জুলাই মাসের ১৭ তারিখ কাজের উদ্দেশ্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে তারা ভারতে যায়। সেখানে তারা পুলিশের হাতে আটক হলে পুলিশ তাদের বিএসএফের হাতে তুলে দেয়। সোমবার (১৯ আগস্ট) রাত ১২টার পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে লাঠিটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে। স্থানীয়রা সীমান্তে অপরিচিত লোকজন দেখে চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, আমি এবং স্থানীয় ইউপি সদস্যসহ সাধারণ জনতা খবর পেয়ে সেখানে গিয়ে তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। পরে বিজিবির হাতে তুলে দেই।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মেহেদী হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে বর্ডার অতিক্রম করার মামলা হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD