Logo

গাজীপুরে সদ্য প্রয়াত সাংবাদিকের কবর জিয়ারত করেলেন আরজেএফ চেয়ারম্যান

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫০
33Shares
গাজীপুরে সদ্য প্রয়াত সাংবাদিকের কবর জিয়ারত করেলেন আরজেএফ চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

গাজীপুরে সদ্য প্রয়াত সাংবাদিকের কবর জিয়ারত করেলেন আরজেএফ চেয়ারম্যান

বিজ্ঞাপন

গাজীপুরে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক, ডেইলি নিউ নেশন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত করেছেন আরজেএফ'র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও দৈনিক ঘোষণা পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম। 

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় আরজেএফ'র গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন ও প্রয়াত সাংবাদিকের ছেলে বাদামি বিপ্লব'কে সাথে নিয়ে গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে কবর জিয়ারত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সাংবাদিক মো. মোবারক হোসেন, এড. সাইফুল ইসলাম মানিক, শাজাহান, এস এম ইকবাল হোসেন, হোসেন আলী, বিপ্লব বৈরাগী, গোলাম রাসুল দিনার, মো. সানাউল্লা ভূঁঞা প্রমুখ। 

এ সময় সাংবাদিক নেতা এস এম জহিরুল ইসলাম বলেন, নজরুল ইসলাম বাদামী ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি তার সাথে এক সময় কাজ করেছি। তিনি আর জে এফ এর গাজীপুর জেলার সাবেক সভাপতি ছিলেন, নজরুল ইসলাম বাদামির মৃত্যুতে পরিবারের সকলের প্রতি সমবেদনা জানান এবং আর জেএসএর পক্ষ থেকে পরিবারের সদস্য বিপ্লবকে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আরজেএফ গাজীপুর কমিটির সাধারণ সম্পাদক আবিদ হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। পরে গাজীপুর জেলার আরজেএফ সাধারণ সম্পাদককে নতুন করেr কমিটি গঠনের ব্যাপারে পরামর্শ দেন। 

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD