খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক পাহাড়ি স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা জনজাগরণ সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থী ও স্থানীয় জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও ২৫ ও ২৬ সেপ্টেম্বর পার্বত্য তিন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের কর্মসূচি এবং ২৬ সেপ্টেম্বর খাগড়াছড়িতে নারী নিপীড়নবিরোধী মহাসমাবেশের ঘোষণা করা হয়েছে।
খাগড়াছড়ি সরকারি কলেজ গেট থেকে শুরু হওয়া মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার কারণে পার্বত্য এলাকায় নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ার পর বাড়ি ফেরার পথে ভিকটিমকে স্থানীয় তিন যুবক ধর্ষণ করে। সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন শয়ন শীল (১৯)কে আটক করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা জানান, মামলার তদন্ত চলছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।