Logo

হাসপাতাল থেকে পালিয়ে এসে প্রতিপক্ষকে কুপিয়ে আবার হাসপাতালে

profile picture
জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪৯
7Shares
হাসপাতাল থেকে পালিয়ে এসে প্রতিপক্ষকে কুপিয়ে আবার হাসপাতালে
ছবি: প্রতিনিধি

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি থাকা এক ব্যক্তি হাসপাতাল থেকে বের হয়ে প্রতিপক্ষকে কুপিয়ে ফের হাসপাতালে ফিরে আসে।

বিজ্ঞাপন

সিনেমাকে হার মানানো এ ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তাকে হাসপাতাল থেকেই গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা টাউনহল সড়কের উকিলপট্টিতে এডভোকেট ক্লার্ক মিরাজুল ইসলাম শামীম ও জাকারিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জাকারিয়া বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

বিজ্ঞাপন

কিন্তু ভর্তি থাকার পরও বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে টাউনহল উকিলপট্টিতে যান। সেখানে একটি পিঠার দোকানের কাচি দিয়ে মিরাজুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি আবার হাসপাতালে ফিরে গিয়ে নিজেই ভর্তি হন।

ঘটনার পর আহত মিরাজুল বাদী হয়ে মামলা করলে পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেপ্তার করে।

জাকারিয়ার ভগ্নিপতি জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন জাকারিয়া। চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায়ই এ ধরনের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, ‘আমরা জাকারিয়াকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে মামলা হয়েছে, শিগগিরই আদালতে সোপর্দ করা হবে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

হাসপাতাল থেকে পালিয়ে এসে প্রতিপক্ষকে কুপিয়ে আবার হাসপাতালে