বগুড়ার শেরপুরে মাইক্রোবাসে ধাক্কা, শিশুসহ আহত ৯

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় শুক্রবার (১০ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিদেশ ফেরত একটি পরিবারবাহী মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গিয়ে ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
মাইক্রোবাসটি বিদেশ থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বগুড়া গামী বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়, ফলে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ভেসে এলো মৃত গন্ডারের
স্থানীয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি কৃষ্ণপুর এলাকায় পৌঁছানোর সময় রাস্তার মাঝে অসতর্কভাবে দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে ধাক্কা দেয়। তীব্র ধাক্কার কারণে মাইক্রোবাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা সকল যাত্রী গুরুতর আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের কুয়াশা বা অন্ধকারের কারণে দৃশ্যমানতার অভাব এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। কেউ নিহত হয় নাই। আহতদের ৩ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৬ জন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।