কসবায় ৬০ বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ অক্টোবর) ভোরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৬টা ৩০ মিনিটে বিশেষ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল কসবা ও মঈনপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
বিজ্ঞাপন
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সীমান্ত অপরাধ দমনে (বিশেষ করে মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে) ৬০ বিজিবি’র গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে কসবা ও মঈনপুর সীমান্ত এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।”
আরও পড়ুন: রায়পুরে মেঘনা নদীতে চলছে ইলিশ ধরার উৎসব
জব্দকৃত পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।








