Logo

পাকুন্দিয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
৮ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬
3Shares
পাকুন্দিয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা
জনবাণী ডেস্ক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় হৃদয়বিদারক ঘটনা হত্যাকাণ্ড। উপজেলা বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি গ্রামে তিন সন্তানের জননী জেসমিন আক্তারকে (৩০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

রবিবার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ঘটে এ নৃশংস ঘটনা।

নিহত জেসমিন আক্তার মান্দারকান্দি গ্রামের আবু হানিফের মেয়ে। ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ৯৯৯ এ ফোন করলে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন ।

পুলিশ সূত্র জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জেসমিনের স্বামী লিটন মিয়া এবং ভাশুরের ছেলেকে আটক করা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে উপজেলা, জেলা এবং বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। সারা রাত ধরে চলে সুরতহাল প্রতিবেদন তৈরি, আলামত সংগ্রহ ও স্বজন প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ।

পরে ভোরে জেসমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড়। সাধারণ মানুষের দাবি, এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD