মিরসরাইয়ে ইয়াবাসহ বাস চালক ও সুপারভাইজার গ্রেফতার

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে চেকপোস্ট বসিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ একটি বাসের চালক ও সুপারভাইজারকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ৷
বিজ্ঞাপন
সোমবার (১৩ অক্টোবর) ভোরে মিরসরাইয়ের বড়তাকিয়া এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন 'রিল্যাক্স কিং এসি' এয়ারকন চালক ও ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে রুবেল বেপারী (৩৭) এবং ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে সুপারভাইজার মিরাজুল ইসলাম (৪২) ৷ গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।
বিজ্ঞাপন
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গোপন তথ্যে ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘রিল্যাক্স কিং এসি এয়ারকন’ নামে একটি বাসের ড্রাইভার ও সুপারভাইজারকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তারা এসব ইয়াবা ঢাকার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলো। এ ঘটনার আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে৷