Logo

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
ঢাকা
১৩ অক্টোবর, ২০২৫, ১৫:২৩
12Shares
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি।

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নাহিদ হোসেন শুভ (২৮) নিহত হয়েছেন। কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে, নাহিদ হোসেন শুভ একজন পোশাক শ্রমিক ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ধামরাই উপজেলার রৌহা এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের বড় ছেলে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, সকালে নাহিদ মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জয়পুরা এলাকায় মহাসড়কের অপরিকল্পিত ডিভাইডারের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সড়কের মাঝখানে অনিয়মিতভাবে গড়ে তোলা ডিভাইডার পরিবহন চালকদের জন্য হয়ে উঠেছে ভয়াবহ ফাঁদ।

স্থানীয় বাসিন্দা সুজন বলেন, এখানে প্রায়ই দুর্ঘটনা হয়। কিছুদিন পরপরই কারও না কারও প্রাণ যায়। সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতায় মানুষ মরছে, অথচ কোনো পদক্ষেপ দেখা যায় না।সড়কের এমন অব্যবস্থাপনা যেন আর কোনো পরিবারের কান্নার কারণ না হয় এ দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘাতক ট্রাকটি শনাক্তে অভিযান চলছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD