নানিয়ারচরে মর্মান্তিক নৌকা ডুবি শোকাহত পরিবারের মাঝে সহায়তা

সম্প্রতি ঝড়ের কবলে নৌকা ডুবিতে মর্মান্তিক মৃত্যু ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা— এই দুই শোকাহত পরিবারের মাঝে ২৫ হাজার টাকা এবং ঐ ঘটনায় বেঁচে যাওয়া ৪ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে চেক হস্তান্তর করেন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
'সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্য নিয়ে নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-এ উপলক্ষে শনিবার (১৩ অক্টোবর ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে এসকল চেক হস্তান্তর করা হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেনজির আলম। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।