কাপ্তাইয়ে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা

রাঙামাটি আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের বাস্তবায়নে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কাপ্তাই উপজেলা পর্যায়ে আস্থা প্রকল্পের ত্রৈ-মাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরীতে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: খায়রুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই প্রেস ক্লাব সাবেক সভাপতি ও রূপসী কাপ্তাই পত্রিকার সম্পাদক কাজী মোশাররফ হোসেন, সিভিক বা নাগরিক প্লাটফর্মের জেলা সদস্য ও সাংবাদিক অর্ণব মল্লিক, আশিকা ডেভেলপমেন্ট ফিল্ড অফিসার রীতা চাকমা এবং ফিল্ড অ্যাসোসিয়েটস তুখেন চাকমাসহ কাপ্তাই ইয়ুথ গ্রুপের সদস্যরা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কাপ্তাইয়ের ইয়ুথ গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে বনবিভাগ কাপ্তাই রেঞ্জের পক্ষ থেকে ইয়ুথ গ্রুপের সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।








