ফরিদপুরের সদরপুরে ৭ জেলের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুরে সাত জেেলকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে সদরপুরের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে তাদের আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা তাদরে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন।
বিজ্ঞাপন
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারায় কারাদন্ড শেষে সদরপুর থানা হেফাজতে পাঠানো হয়েছে। আদালত চলাকালে অসাধু জেলেদের নিকট থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ শেষে নদীর ঘাট এলাকায় পুড়িয়ে দেওয়া হয়।