শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যার অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে কন্যা শিশুকে হত্যা করে আত্মহত্যা করেছেন মানসিক এক নারী বলে এমন অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামে। এ ঘটনায় শুক্রবার (২৪ অক্টোবর) একটি অপমৃত্যু মামলা হয়েছে।
খবর পেয়ে পাগলা থানা পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: খাদে উল্টে পড়ল বাস, প্রাণ গেল মা-মেয়ের
বিজ্ঞাপন
এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামের শাহীন ও মর্জিনা বেগম দম্পতির ময়না বেগম নামে আড়াই বছর বয়সের এক কন্যা সন্তান রয়েছে। শাহীন সৌদি প্রবাসী ছিলেন। শাহীনের স্ত্রী মর্জিনা বেগম প্রায় ছয় মাস ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্ত্রীর চিকিত্সার জন্য শাহীন আড়াই মাস পূর্বে দেশে ফিরে আসেন এবং স্থানীয় কবিরাজ দিয়ে স্ত্রীকে চিকিত্সা করাচ্ছিলেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে মর্জিনা বেগম বসত ঘরের দরজা বন্ধ করে দড়ি দিয়ে প্রথমে কন্যা শিশু ময়নাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে একই দড়িতে নিজেও আত্মহত্যা করেন। পরে শাহীন বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সারা না পেয়ে পাশের কক্ষের সিলিং উঠে ঘটনা দেখে চিত্কার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন।
খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা খুলে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে নিয়ে যান। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাহীনকেও থানায় নিয়ে যায়।








