Logo

ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

profile picture
উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২৪ অক্টোবর, ২০২৫, ১৪:৫৭
408Shares
ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
ছবি: প্রতিনিধি

একঝাঁক উদ্যোমী ও কর্মঠ তরুণ সংবাদকর্মীদের সমন্বয়ে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ অক্টোবর) দুপরে শহরের এইচ এস এস সড়কের মডার্ন মোড়ের মোল্লাবাড়ি ভবনের ২য় তলায় আয়োজিত সাধারণ সভায় ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন করা হয়।

নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এম আর রাসেল ও সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি শেখ ইমন।

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক সময়ের আলোর প্রতিনিধি সম্রাট হোসেন, সহ-সাধারণ সম্পাদক দৈনিক আজকের প্রত্যাশার প্রতিনিধি সুলতান আল এনাম, সাংগঠনিক সম্পাদক বাংলা এডিশন প্রতিনিধি আশরাফুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি এম বুরহান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজন, সাংস্কৃতিক ও ত্রীড়া সম্পাদক দৈনিক জনবাণী প্রতিনিধি মিশুক হাসান, আইন বিষয়ক সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি রাজিব মাহমুদ টিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক বাংলার দূত প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকী স্বপন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক দৈনিক জনবাণী প্রতিনিধি সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি সুজন বিপ্লব, বাংলাদেশ গার্ডিয়ান প্রতিনিধি রামিম হাসান ও বাংলা ৫২ নিউজ প্রতিনিধি জাহিদুজ্জামান জাহিদ। শূণ্যপদে পরবর্তী কো-অপ্ট করা হবে।

নবনির্বাচিত কমিটির সভাপতি এম আর রাসেল ও সাধারণ সম্পাদক শেখ ইমন যৌথভাবে গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘গণমানুষের জন্য স্বাধীন গণমাধ্যম চাই’ স্লোগানে সাংবাদিকতায় নবউদ্যোমে ‘ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নাালিস্ট অ্যাসোসিয়েশন’বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল কার্যক্রম চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।

বর্তমান যুগে সংবাদ পরিবেশনায় মাল্টিমিডিয়ার গুরুত্ব, দিন দিন বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে জেলার মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে।

বিজ্ঞাপন

‘ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ সেই শূন্যস্থান পূরণ করবে বলে আমরা আশা করছি। গণমাধ্যম ও সাংবাদিকতার ক্ষেত্রে জেলা পর্যায়ে পেশাদারিত্বের মর্যাদা সংরক্ষণ এবং চ্যালেঞ্জ গ্রহণে গণমুখী একটি মাল্টিমিডিয়া সাংবাদিক সংগঠন হিসেবে কাজ করতে আমরা দায়বদ্ধ।

সাংবাদিকরা বলেন, সংগঠনটি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতামূলক কার্যক্রম এবং গণমাধ্যমে তথ্যের সঠিকতা রক্ষায় ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

এদিকে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD