ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাসিরউদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সাচ্চু ও হারুন গোষ্ঠীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাচ্চু ও হারুন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে পুরোনো বিরোধের জেরে দুই পক্ষের লোকজন মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট পরে এবং হাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাসিরউদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিজ্ঞাপন
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে লাঠি, রড ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে।”
বিজ্ঞাপন
তিনি আরও জানান, সংঘর্ষে জড়িতদের শনাক্তে অভিযান চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।








