Logo

গাজীপুর সাফারি পার্কে বেঁচে থাকা সর্বশেষ জিরাফের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
২৫ অক্টোবর, ২০২৫, ১৫:৪৭
20Shares
গাজীপুর সাফারি পার্কে বেঁচে থাকা সর্বশেষ জিরাফের মৃত্যু
ছবি: প্রতিনিধি

গাজীপুর সাফারি পার্কে টিবি রোগে আক্রান্ত হয়ে সর্বশেষ জিরাফের মৃত্যু হয়েছে। এখন থেকে সাফারি পার্কে জিরাফের পাল শূন্য। জিরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পার্ক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জিরাফটির মৃত্যু হলেও শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমকে তথ্যটি জানানো হয়। এ জিরাফটির মৃত্যুর মধ্য দিয়ে জিরাফের পাল শূন্য হলো গাজীপুর সাফারি পার্ক।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন ধরে সাফারি পার্কের সর্বশেষ জিরাফটি টিবি আক্রান্ত হয়ে অসুস্থ ছিল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জিরাফটিকে সুস্থ করতে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের শেষ চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পার্কে মৃত্যু হয়। মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তারপর পার্কের ভিতরেই জিরাফটিকে মাটি চাপা দেয়া হয়। এই জিরাফটির মৃত্যুর মাধ্যমে পার্কটি জিরাফ শূন্য হয়ে পড়েছে হয়ে পড়ল।’

জিরাফ মৃত্যুর ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পার্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

বিজ্ঞাপন

পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়।আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে জিরাফগুলো আমদানি করে কর্তৃপক্ষ। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়। অন্যদিকে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে বেশ কিছু জিরাফ মারা যায়। সর্বশেষ একটি স্ত্রী জিরাফ টিকে ছিল। একটির মৃত্যুর পর পার্কে আরও কোনো জিরাফ রইল না বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD