Logo

খাগড়াছড়ি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গণসংযোগ

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
২৫ অক্টোবর, ২০২৫, ১৭:৩১
10Shares
খাগড়াছড়ি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গণসংযোগ
ছবি: প্রতিনিধি

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, ওয়াদুদ ভুঁইয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খাগড়াছড়ি জেলার আয়োজনে রামগড় মাষ্টারপাড়া, সোনাইপুল ও কালাডেবা বাজারসহ বিভিন্ন স্থানে তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর) সকাল হতে বিকাল পর্যন্ত লিফলেট বিতরণ ও ভোট ফর ওয়াদুদ ভূইয়া, ভোট ফর ধানের শীষ ক্যাম্পিং গণসংযোগ এ উপস্থিত ছিলেন, আইনজীবী ফোরামের উপদেষ্টা, জেলা পিপি ও জেলা বিএনপির সহ-সভাপতি মন্জুর মোর্শেদ ভূইয়া, ফোরামের উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক মিন্টু, ফোরামের সভাপতি বিপুল চাকমা, আইনজীবী ফোরাম ও সমিতির সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম, ফোরামের সহ-সভাপতি জামাল হোসেন সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক করিম উল্লাহ্, যুগ্ম-সম্পাদক মো: শাহজাহান ও দপ্তর সম্পাদক মো: মাসুদ রানা প্রমুখ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গনসংযোগের সময় আরও উপস্থিত ছিল খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া, রামগড় পৌর বিএনপি সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্যাহ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইলিয়াছ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াছ, জামাল শামীম, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোশারফ হোসেন ও রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD