Logo

লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
২৫ অক্টোবর, ২০২৫, ১২:৪৯
8Shares
লালমনিরহাটে অটোরিকশা উল্টে নিহত ২
ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- মহিষখোচা দক্ষিণ বালাপাড়া, ব্রমত্তর এলাকার মৃত তোফায়েলুর রহমানের ছেলে আতাউর রহমান বকুল (৫২) এবং মহিষাশহর এলাকার আজিজার রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩০)।

আরও পড়ুন: বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই

জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহিষখোচা থেকে আদিতমারী উপজেলা গামী অটোরিকশা আনসার খার পুকুর পার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নিচু ধান ক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোর নিচে চাপা পড়ে আতিকুল ইসলামের মৃত্যু হয়। এ সময় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত আতাউর রহমান বকুলকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অটোচালক পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

আদিতমারী থানার উপ পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কোনো অভিযোগ না থাকায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD