Logo

বাড়ি ফেরার প‌থে লালন শিল্পী‌কে দুর্বৃত্তদের ছু‌রিকাঘাত

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২৫ অক্টোবর, ২০২৫, ১৫:০২
37Shares
বাড়ি ফেরার প‌থে লালন শিল্পী‌কে দুর্বৃত্তদের ছু‌রিকাঘাত
প্রতীকী ছবি

কুষ্টিয়া সদর উপ‌জেলায় রতন (৪২) না‌মে লালন একাডেমীর এক নিয়‌মিত সংগীত শিল্পী‌কে ছু‌রিকাঘাত ক‌রে‌ছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দি‌কে সদর উপ‌জেলার মিললাইন এলাকায় এ ঘটনা ঘ‌টে। গুরুত্বর আহত অবস্থায় তা‌কে উদ্ধার ক‌রে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে ভর্তি করা হ‌য়ে‌ছে।

রতন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়‌নের পাইকপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছে‌লে। তি‌নি শিল্পী সমাজ না‌মে কুষ্টিয়ার এক‌টি সাংস্কৃ‌তিক সংগঠ‌নের সহ-সভাপতি‌।

বিজ্ঞাপন

এদি‌কে লালন শিল্পী রত‌নের উপর হামলার ঘটনায় বি‌ভিন্ন সাংস্কৃ‌তিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছেন।

পু‌লিশ ও আহতের প‌রিবার সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার রা‌তে গা‌নের অনুষ্ঠান শেষ ক‌রে কুমারখালী উপ‌জেলার ছেঁউরিয়া লালন মাজার এলাকা থে‌কে মোটরসাইকেল নি‌য়ে বা‌ড়ি‌তে ফির‌ছি‌লেন রতন। সদর উপ‌জেলার মিললাইন এলাকায় পৌছা‌লে চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা তা‌কে পিঠে ছু‌রিকাঘাত ক‌রে পা‌লি‌য়ে যায়। প‌রে গুরুত্বর আহত অবস্থায় তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। ঘটনাস্থান‌টি অন্ধকার থাকায় তি‌নি কাউকে‌ চিন‌তে পারেনি।

হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা(আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, ‘রা‌ত ২টার দি‌কে রতন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। পি‌ঠে ধারা‌লো অস্ত্র দি‌য়ে আঘাত করা হ‌য়ে‌ছে, ত‌বে তি‌নি শঙ্কামুক্ত।

বিজ্ঞাপন

লালন একা‌ডেমীর নির্বাহী ক‌মি‌টির সা‌বেক সদস‌্য ও ভ‌বের হাট সংগীত একা‌ডেমীর সভাপ‌তি আব্দুর রাজ্জাক বাচ্চু ব‌লেন, ‘রতন লালন একা‌ডেমীর একজন নিয়‌মিত সংগীত শিল্পী। তার উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদসহ অপরাধী‌দের দ্রুত গ্রেপ্তা‌রের দা‌বি জানা‌চ্ছি।’

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশারফ হোসেন ব‌লেন, ‘রা‌তেই ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছিল। এ বিষ‌য়ে কুমারখালী ও ম‌ডেল থানা যৌথভা‌বে কাজ কর‌ছে।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD