Logo

ভৈরবে ট্রেন আটকে মুহুর্মুহু পাথর ছুড়ল বিক্ষোভকারীরা

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
২৭ অক্টোবর, ২০২৫, ১৩:৩৪
22Shares
ভৈরবে ট্রেন আটকে মুহুর্মুহু পাথর ছুড়ল বিক্ষোভকারীরা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

সোমবার সকাল ১০টায় শহরের ভৈরব রেলওয়ের স্টেশনে প্লাটফর্মে অবস্থান নিয়ে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রোডের রেল যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে ব্যাডমিন্টন খেলে আন্দোলনকারীরা। পরে ১১টা ৪২ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। বর্তমানে চলাচল স্বাভাবিক রয়েছে।

বিক্ষোভকারীরা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রুটের রেল চলাচল বন্ধ করে দেন। এ সময় উপকূল এক্সপ্রেস ট্রেনে মুহুর্মুহু পাথর ছুড়লে এক যাত্রী আহত হন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনকে ভৈরব রেলওয়ের স্টেশনে আটকে দেয় আন্দোলনকারীরা। এতে রেলের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট যাবৎ ট্রেনটি আটকে রাখে বিক্ষোভকারীরা।

আন্দোলনে ভৈরব-কুলিয়ারচরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়।

বিজ্ঞাপন

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD