Logo

জামালপুরে ইজিবাইক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
২৭ অক্টোবর, ২০২৫, ১৫:৫৬
14Shares
জামালপুরে ইজিবাইক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪
ছবি প্রতিনিধি।

জামালপুরে ইজিবাইক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) এলাকায় টাঙ্গাইল–জামালপুর মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সরিষাবাড়ী উপজেলার আরিফা আক্তার পলি (২৪), রাশেদ মিয়া (১৮) এবং জামালপুর সদর উপজেলার চাঁন মিয়া (৬০)। নিহতদের মধ্যে আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, জামালপুর থেকে ধনবাড়ীগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরিফা আক্তার পলি, চাঁন মিয়াসহ আরও একজন মারা যান।

নিহত আরিফার স্বজনরা জানান, অনার্স ইন-কোর্স পরীক্ষা দেওয়ার জন্য তিনি ছেলেকে নিয়ে অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন। ইপিজেড এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান আরিফা। তার পাঁচ বছরের ছেলে মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD