ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কে আরসিসি নির্মাণ কাজের উদ্বোধন

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সার্বিক সহযোগিতায় ফুলবাড়ীয়া থেকে ময়মনসিংহ সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনের অংশে ১৫০ মিটার (২০ মিটার এপ্রোচসহ) আরসিসি (RCC) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সড়কের আরসিসি মেরামতের কাজের উদ্বোধন করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ,সড়ক ভবনের প্রতিনিধি মানিক চন্দ্র সাহাসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকাবাসী।
বিজ্ঞাপন
জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের এই অংশটি খানাখন্দে ভরে থাকায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সওজ বিভাগের উদ্যোগে আরসিসি কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর সড়ক সংস্কার শুরু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত এবং দ্রুত কাজ শেষের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন,ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কটি প্রতিদিন হাজারো মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রোড। সওজ বিভাগের সহযোগিতায় এই অংশের আরসিসি কাজ শুরু হওয়ায় যানবাহন চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্য হবে। কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে আমরা তদারকি করছি।
বিজ্ঞাপন
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন,ফুলবাড়ীয়া থেকে ময়মনসিংহ সড়কটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। জনগণের দুর্ভোগ লাঘবে আমরা এই অংশের স্থায়ী সমাধান হিসেবে আরসিসি নির্মাণ কাজ হাতে নিয়েছি। গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে।








