মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

বিজ্ঞাপন
মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে, নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। এই মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী এলাকার মৃত আব্দুল জলিল চৌকিদারের ছেলে আবুল কালাম আজাদ (৩৬) চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। স্ত্রী ও দুই শিশু সন্তান—আবদুল্লাহ (৫) ও সুরাইয়া আক্তার (৩)—কে নিয়ে তিনি নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় বসবাস করতেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন তিনি।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনাস্থল দিয়ে হাঁটার সময় ওপর থেকে একটি ভারী ধাতব বস্তু নিচে পড়ে আবুল কালামের মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, “আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জানাজা ও দাফনে অংশ নেওয়া হয়েছে। পরিবার যে কোনো প্রয়োজনে প্রশাসনের পাশে পাবে।”
বিজ্ঞাপন
উল্লেখ্য, রবিবার বেলা ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় ব্যক্তিগত কাজে যাওয়ার সময় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে তার মৃত্যু হয়।








