Logo

দিরাইয়ে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সক্ষমতা বিষয়ক কর্মশালা

profile picture
উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
২৭ অক্টোবর, ২০২৫, ১৮:০৫
4Shares
দিরাইয়ে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সক্ষমতা বিষয়ক কর্মশালা
ছবি প্রতিনিধি।

দিরাই উপজেলা প্রশাসন ও ব্র্যাক আয়োজিত দুর্যোগ মোকাবেলা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকারের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি, ক্ষয়ক্ষতিরোধ এবং মুহুর্তে করণীয় বিষয় নিয়ে ঘন্টাব্যাপী আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেন, দিরাই উপজেলার কয়েকটি ইউনিয়ন নিম্নাঞ্চলে অবস্থিত হওয়ায় কিছু জায়গায় আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে তা আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। হাওরপাড়ের গ্রামগুলোতে এখনও স্বাস্থ্যসম্মত সেনিটেশনের অভাব রয়েছে। ব্র্যাক কর্তৃক উন্নয়নমূলক অবকাঠামোগত পরিকল্পনা বাস্তবায়ন করলে স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।

বিজ্ঞাপন

আয়রনমুক্ত পানি পানে সতর্কিকরনসহ স্বাস্হ্যসেবামুলক সেমিনার ও কমিউনিটি ক্লিনিকগুলো সর্বাদায় কাজ করে যাচ্ছেন। দিরাই উপজেলার কয়েকটি ইউনিয়ন নিম্নাঞ্চলের হওয়ায় কয়েকটি জায়গায় আশ্রয়কেন্দ্র স্হাপনাও হয়েছে ভবিষ্যতে তা আরও বৃদ্ধিকরার পরিকল্পনাও রয়েছে । এখনও স্বাস্হ্যসম্মত সেনিটেশনের অভাব আছে হাওর পাড়ের গ্রামগুলোতে সেইদিকে নজর দেওয়া উচিৎ এবং ব্র্যাক কর্তৃক উন্নয়ন অবকাঠামোগত পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করা হলে স্বাস্হ্যঝুকি হ্রাস পাবে বলেন সনজিব সরকার।

উপস্থিত বক্তারা আরও জানান, মাসিক সভায় দুর্যোগ মোকাবেলায় অগ্রগতি পর্যালোচনা হয়। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে গভীর টিউবওয়েল নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। এছাড়া আয়রনমুক্ত পানি পানে সতর্কীকরণ, স্বাস্থ্যসেবামূলক সেমিনার ও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা হাসিবুর রহমান বলেন, দিরাই হাওরবেষ্টিত এলাকা। চারপাশে হাওর, খাল, বিল, নদী ও নিম্নাঞ্চল ভূমি থাকার কারণে প্রতিবছরই বন্যা, জলোচ্ছাস ও ঘূর্ণিঝড়ের কবলিত হয়। সরকারের স্থানীয় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগ মোকাবেলার কাজ চলমান রয়েছে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক দুর্যোগ মোকাবেলা কমিটিকে পূর্বপ্রস্তুতি, স্বাস্থ্যসেবা ও সচেতনতায় আরও মনোযোগী হতে হবে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন আবাসিক প্রকৌশলী পিডিপি পরশুরাম তরফদার, পানি উন্নয়ন কর্মকর্তা মির্জা আবু ছাইদ, সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, করিমপুর ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, তোষার চক্রবর্তী (ব্র্যাক ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট), শাহ আলম (ব্র্যাক জেলা সমন্বয়ক), নিহিল চন্দ্র দে (এরিয়া ম্যানেজার), হাবিবুর রহমান এফসি, রুকনুজ্জামান জহুরী, ইউপি সদস্য শাহাবুদ্দীন ও মাসুদ মিয়া প্রমুখ।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD