শরণখোলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্বাস্থ্য খাতে নতুন দৃষ্টিভঙ্গি

বাগেরহাটের শরণখোলায় ব্র্যাকের “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য” প্রকল্পের আওতায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ অক্টোবর) সকালে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা সরকারি অনার্স কলেজের সহকারী শিক্ষক শামীম হাসান (মিঠু), যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার স্মৃতি কণা রায় এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সনৎ কুমার প্রমূখ।
বিজ্ঞাপন
সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, ব্র্যাকের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন কমিউনিটির সদস্যরা অংশ নেন।
সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।








