Logo

শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

profile picture
জেলা প্রতিনিধি
শরীয়তপুর
২৭ অক্টোবর, ২০২৫, ২০:২৪
5Shares
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ছবি প্রতিনিধি।

শরীয়তপুরে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন মুন্সী ও আক্তার মাঝির নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে এ র‌্যালি বের করে তারা। র‌্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।

বিজ্ঞাপন

র‌্যালিটি পালং স্কুল এলাকা থেকে শরীয়তপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রা রেস্ট হাউজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, ও সদর উপজেলা য্বুদলের সাবেক সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী বলেন, আগামী সরকার হবে বিএনপির সরকার। দেশ সংস্কারের ৩১ দফা নিয়ে বিএনপি আরো আগে থেকে কাজ করে যাচ্ছে। শরীয়তপুরের তিনটি আসনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD