শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরীয়তপুরে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন মুন্সী ও আক্তার মাঝির নেতৃত্বে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে এ র্যালি বের করে তারা। র্যালিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
বিজ্ঞাপন
র্যালিটি পালং স্কুল এলাকা থেকে শরীয়তপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রা রেস্ট হাউজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, ও সদর উপজেলা য্বুদলের সাবেক সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী বলেন, আগামী সরকার হবে বিএনপির সরকার। দেশ সংস্কারের ৩১ দফা নিয়ে বিএনপি আরো আগে থেকে কাজ করে যাচ্ছে। শরীয়তপুরের তিনটি আসনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।








