ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি ডা: সাইফুলকে ফুলেল শুভেচ্ছা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নবনিযুক্ত সভাপতি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. সাইফুল ইসলাম বাদলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি কার্যালয়ে উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে নবনির্বাচিত সভাপতি ডা. সাইফুল ইসলামকে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সদস্য এবং জেলা যুবদলের সহ-সভাপতি মো: আজাহারুল আলম রিপন, বিএনপি নেতা অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, ইলিয়াস রব্বানী রিয়াজ,পৌর জিয়া পরিষদের কোষাধ্যক্ষ আতিকুর রহমান সুজন শিকদার, সাবেক ছাত্রনেতা মনির হোসেন, মোজাম্মেল হক, মনিরুজ্জামান রাসেল, নাজমুল হক, পৌর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজন মন্ডলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে ডা. সাইফুল ইসলাম বাদল বলেন,ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের গৌরবের প্রতীক। এ কলেজকে আধুনিক ও মানসম্মত শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার।
তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা। তার আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে আমি ফুলবাড়ীয়া কলেজের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই।’
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সভাপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং কলেজের সার্বিক উন্নয়নে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
শুক্রবার বিকেলে উপজেলার কুশমাইল, পুটিজানা, বালিয়ান ও দেওখোলা এলাকায় অর্ধশত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে বিভিন্ন বাজারে পথসভা অনুষ্ঠিত হয় এবং বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় বক্তারা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করুন।









