Logo

মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১৫

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৫, ১৯:২৪
12Shares
মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১৫
ছবি: সংগৃহীত

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীতে আন্দোলনে নামা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে অন্তত ১৫ জন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শেষে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের বাধা দিলে ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ তখন লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি জলকামান চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন এবং কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

শিক্ষকদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন, কিন্তু পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। আহতদের অনেকেই ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা নেন, কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক শামসুল আলম বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু আমাদের ওপর পুলিশের অতর্কিত হামলা অমানবিক। শিক্ষক সমাজের প্রতি এটি চরম অবমাননা।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, সরকার দীর্ঘদিন ধরে মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণের প্রতিশ্রুতি দিলেও কার্যকর পদক্ষেপ নেয়নি।

পুলিশের একাধিক কর্মকর্তা জানান, মিছিলটি অনুমতি ছাড়াই সচিবালয় অভিমুখে অগ্রসর হচ্ছিল। তারা রাস্তা দখল করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়ন্ত্রিত ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রায় ২৬ হাজার শিক্ষক দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন। আন্দোলন বাস্তবায়ন কমিটি ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে তারা বুধবারের কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন, ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমানসহ বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক নেতারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD