Logo

মেট্রোরেল না চলায় যাত্রীদের দুর্ভোগ, হেঁটে-ভ্যানে-পিকআপে যাত্রা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৫, ১৪:০৭
13Shares
মেট্রোরেল না চলায় যাত্রীদের দুর্ভোগ, হেঁটে-ভ্যানে-পিকআপে যাত্রা
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের একদিনের বন্ধের কারণে আগারগাঁওয়ে রাজধানীর সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমান মিরপুরের শেওড়াপাড়া থেকে মেট্রোরেলে আগারগাঁও স্টেশনে নেমে মতিঝিলে যেতে চাইছিলেন। কিন্তু প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেও কোনো বাস বা সিএনজি পেতে পারেননি।

বিজ্ঞাপন

আতিকুর রহমান বলেন, পাবলিক ট্রান্সপোর্ট নেই। অতিরিক্ত ভাড়া দিতে চাইলাম, তবুও সিএনজি যেতে রাজি হলো না। অফিসে ঢোকার সময় পেরিয়ে গেছে। আর কিছু সময় গেলে হয়তো আজ অফিসেই যাওয়া হবে না। ছুটি নিতে হবে। কিছুই পাচ্ছি না, কী করব?

সোমবার সকাল থেকেই আগারগাঁওয়ের বিভিন্ন স্টেশনে অনুরূপ চিত্র দেখা যায়। শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা অসহায় হয়ে পড়েন। বেলা ১১টার আগে পর্যন্ত মেট্রোরেল চলাচল সীমিত থাকায় যাত্রীরা স্টেশন থেকে বের হয়ে বাসে ওঠার চেষ্টা করতে থাকেন। কিন্তু যাত্রী সংখ্যার তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় অধিকাংশ মানুষ উঠতে পারছিলেন না।

বিজ্ঞাপন

অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে রওনা হন। কেউ ভ্যানে, কেউ মালবাহী পিকআপ ভ্যানে চেপে যাত্রা করেন। সাভার থেকে উত্তরায় পৌঁছে আগারগাঁও পর্যন্ত আসা সাইদুল ইসলাম আধা ঘণ্টা ধরে বাস বা অটোরিকশা পেতে ব্যর্থ হন।

তিনি বলেন, হাইকোর্টে যাব। রাস্তায় জ্যাম হবে ভেবে উত্তরা থেকে মেট্রোরেলে উঠেছিলাম। আগারগাঁও থেকে মেট্রোরেলে প্রেস ক্লাবে যাব ভেবেছিলাম। এখন তো কিছুই পাচ্ছি না।

আরেক যাত্রী এক ঘণ্টার বেশি সময় ধরে বাসের জন্য অপেক্ষা করেও কিছুই পাননি। তিনি জানান, মিরপুর থেকে ফার্মগেটমুখী যেসব বাস আসে, অতিরিক্ত যাত্রীর কারণে তাতেও উঠতে পারছি না। ভাড়ায়চালিত অ্যাপে বাইক ডাকতেও পারছি না।

বিজ্ঞাপন

পরিস্থিতির অবসান ঘটিয়ে ১১টার পর মেট্রোরেল কর্তৃপক্ষ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে ট্রেন চালু করার ঘোষণা দেয়। এরপর যাত্রীদের যাত্রা অনেকটা স্বাভাবিক হয়।

এই পরিস্থিতি সাধারণ রাজধানীবাসীর জন্য এক দিনব্যাপী বড় ধরণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে অফিসগামী, স্কুল-কলেজ শিক্ষার্থী এবং অন্যান্য কর্মরত মানুষের সময় ও শ্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD