Logo

নদী থেকে ৩ শিশুর মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
জামালপুর
৩১ অক্টোবর, ২০২৫, ১৮:১৬
32Shares
নদী থেকে ৩ শিশুর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

জামালপুরে মাদারগঞ্জে গোসল করতে গিয়ে ৫ শিশুর মধ্যে ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ির ঘাটের ঝিনাই নদী থেকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগীতায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।

উদ্ধারকৃতরা হলেন- প্রিক্যাডেট কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবু হোসেন ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নরিন।

বিজ্ঞাপন

দুই নিখোঁজ শিশুকে এখনো উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, শুক্রবার বিকালে ৬ শিশু একসঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে যায়।

এ সময় ইয়াসিন নামের শিশুটি উঠে পড়লেও অন্যান্য ৫ শিশু নদীতে ডুবে যায়। পরে সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন শিশুকে উদ্ধার করা হয়েছে। অপর দুই শিশুকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে ডুবুরি দল।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD