সিরাজগঞ্জে গনপ্রকৌশল দিবস পালিত

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে গনপ্রকৌশল দিবস ২০২৫ ও আইডিবি’র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর পালিত হয়েছে।
বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে শনিবার (১৫ নভেম্বর) সকালে ইন্সটিটিউশন অব ডিল্পোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এসময় র্যালিতে আইডিইবি‘র সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী নওশের আহমেদ তামান্না, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী ও আইডিইবি শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোর্শেদ মিয়া, প্রচার সম্পাদক মো. শাহাদত আলম খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী,সোহেল মাহমুদ, হিমেল, ফরিদ, মো. ওমর ফারুক,গণপূর্ত অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল নাহিদসহ সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন








