ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল মোড়ে একটি মিনি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
শনিবার (১৫ নভেম্বর) সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের একটি মিনিবাসে আনুমানিক সকাল ৬টার সময় আগুন লাগে।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের ফলে বাসের সিট, গ্লাস ও ভেতরের অংশ পুড়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাফ নামক একটি মিনিবাসটি গতকাল রাত আনুমানিক ১০টার সময় চালক চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোর সড়ক ও জনপদ অফিসের সামনে পার্ক করে চলে যায়। আজ সকালে বাসটিতে আগুনের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, নৈশ প্রহরী বাবু প্রাথমিক তথ্যে বলেছেন, আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশে গিয়েছিলাম। ফিরে এসে দেখি গাড়িতে আগুন জ্বলছে, সিট, গ্লাস এগুলা পুড়ে গেছে। তবে কোনো লোকজন দেখিনি।
অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অগ্নিকাণ্ডটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে নাকি কোনো নাশকতা, তা নিশ্চিত করা যাচ্ছে না। তদন্ত চলছে।
বিজ্ঞাপন
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করে দৈনিক জনবাণী কে জানায়, কিভাবে আগুন লেগেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।








