Logo

সুদের চাপে যুবকের আত্মহত্যা, পায়ে লেখা মৃত্যুর গল্প

profile picture
উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
১৫ নভেম্বর, ২০২৫, ১৪:৫৬
42Shares
সুদের চাপে যুবকের আত্মহত্যা, পায়ে লেখা মৃত্যুর গল্প
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি মহাসড়কের পাশে শ্মশান ঘাট এলাকা থেকে ইমদাদুল সরকার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত ইমদাদুল সরকারের বাম পায়ে লাল কালি দিয়ে লেখা ছিল মৃত্যুর গল্প। পায়ে লেখা নামগুলো নিয়েই এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছী করতোয়া নদীর শ্মশান ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমদাদুল সরকার উপজেলার মাকোরকোলা গ্রামের লেদু সরকারের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী রীমা খাতুন জানান, শুক্রবার রাতে তার স্বামী নিহত এমদাদুল তাকে মোবাইল ফোনে জানান, কয়েকজন তার কাছে সুদের টাকা পায়। বিশেষ করে লিটন নামের স্থানীয় একজন সুদ কারবারি বিশ হাজার টাকা ঋণ দিয়ে সাড়ে তিন লক্ষ টাকা চেয়ে চাপ সৃষ্টি করে। এমন ভৌতিক চাপের কারণেই সে (ইমদাদুল সরকার) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি।

এদিকে নিহত ইমদাদুলের বাম পায়ের হাটুর উপরে লাল কালি দিয়ে মৃত্যুর জন্য দায়ী স্থানীয় কয়েকজন সুদ কারবারির নাম লেখা রয়েছে। আর এই নামগুলোর মধ্যেই মৃত্যুর গল্প লেখা হয়েছে বলে দাবি করেন নিহতের স্ত্রী রীমা খাতুন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: আছলাম আলী জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুদের দেনার কারণেই আত্মহত্যা হতে পারে। তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নিহত যুবকের পায়ে লেখা নামে মৃত্যুর করুণ গল্পে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD