আমরাই এই বাংলার মালিক, আর সবাই ভাড়াটিয়া: হাসান আল-আযহারী

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক শক্তি ও অবস্থান তুলে ধরল সুফী মতাদর্শে বিশ্বাসী তিন দল নিয়ে গঠিত ‘বৃহত্তর সুন্নি জোট’।
বিজ্ঞাপন
চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠে শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে এই জোটের প্রথম মহাসমাবেশ। সমাবেশ থেকে ১৩ দফা দাবি আদায় এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতির কথা জানায় জোটের শীর্ষ নেতৃত্ব।
সুন্নি জোটের এই মহাসমাবেশে দেশের সনামধন্য ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির প্রচার সচিব সৈয়দ মুহাম্মদ হাসান আল-আযহারী অত্যন্ত জোরালো ভাষায় নিজেদের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরাই শাহ জালাল শাহ পরাণের উত্তরসূরি, আমরাই এই বাংলার মালিক, আর সবাই ভাড়াটিয়া।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘আমরা জানিয়ে দিতে চাই বাঘ যখন ঘুমিয়ে যায় কুকুর তখন ঘেউ ঘেউ করে, এত দিন সুন্নী জনতা ঘুমিয়ে ছিল বিধায় কুত্তা ঘেউ ঘেউ করেছিল, আজ বাংলার মালিক জেগে উঠেছে, ভাড়াটিয়া পালানোর সুযোগ পাবেনা ইনশাআল্লাহ।’
জাতীয় রাজনীতিতে ঐক্যবদ্ধ সুন্নিদের উপস্থিতি সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। জোটের শীর্ষ নেতারা এই সমাবেশকে জাতীয় রাজনীতিতে তাদের গুরুত্বপূর্ণ উপস্থিতির জানান হিসেবে দেখছেন।
সৈয়দ মুহাম্মদ হাসান আল-আযহারী বলেন, ‘এই বাংলাদেশ শাহ জালাল, শাহ পরান, ওলী-আওলিয়াগনের দেশ। আমরাই উনাদের যোগ্য উত্তরসূরি, সুতরাং আমরাই এই দেশের মালিক।’
বিজ্ঞাপন
তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘ঘুমিয়ে নই, আমরাই মাঠে রক্ত দিয়ে আমাদের অধিকার আদায়ের জন্য প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।’








