Logo

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২০ নভেম্বর, ২০২৫, ১৬:০৯
15Shares
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
ছবি: প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম (২৫)। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া দক্ষিণ হ্নীলা এলাকার আবুল বশরের ছেলে এবং রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সত্যতা নিশ্চিত করে রাজানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল জানান, রাউজানের দিক থেকে সিএনজি অটোরিকশা যোগে নিহত রাশেদসহ চার যাত্রী রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ট্রাকটি যাওয়ার পথে ছাইরীবাজার দিক থেকে আসা একটি চাঁদের গাড়ি ট্রাকটিকে চাপ দেয়।

বিজ্ঞাপন

চাপ খেয়ে ট্রাকটি কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গাড়িটিতে থাকা কলেজ ছাত্রটি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকী তিন যাত্রীকেও আশংকাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহত রাশেদের সহপাঠিরা জানান, রাশেদ রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২২-২৩ সেশনের ছাত্র। আজ কলেজের পরীক্ষায় অংশ নেয়ার জন্য যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে সে।

বিজ্ঞাপন

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD